লোহাগাড়ায় ৪ জনের কারাদণ্ড

পাহাড় কেটে বালু উত্তোলন

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ জুন, ২০২৩ at ৯:৪৪ অপরাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে সংরক্ষিত বনাঞ্চলে পাহাড় কেটে বালু উত্তোলনের ঘটনায় ৪ জনকে কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার (৮ জুন) চট্টগ্রাম বন আদালতের বিচারক এই আদেশ দেন।

কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলো উপজেলার চুনতি ইউনিয়নের দক্ষিণ সাতগড় এলাকার মৃত ইব্রাহিমের পুত্র মো. আবু তাহের, তার পুত্র মো. মিনহাজ, একই ইউনিয়নের সাতগড় এলাকার মৃত আশরাফ আলীর পুত্র কায়সার ও লোহাগাড়া সদর ইউনিয়নের এজাহার মিয়ার পুত্র শহিদুল ইসলাম দুলু।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের সাতগড় বনবিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার।

তিনি জানান, ২০২২ সালের ২৫ অক্টোবর সাতগড় বনবিটের লম্বাশিয়া নামক এলাকায় অবৈধভাবে সংরক্ষিত বনাঞ্চলে পাহাড় কেটে বালু উত্তোলন করায় তাদের বিরুদ্ধে বন আদালতে মামলা রুজু করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
পরবর্তী নিবন্ধশুরু হলো এপিকের গ্রীষ্মকালীন আবাসন মেলা