চেয়ারম্যান ওয়াহিদ মালেক ব্যবস্থাপনা পরিচালক নাফিদ

ইমপেরিয়াল হাসপাতাল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৭ পূর্বাহ্ণ

দেশের স্বাস্থ্যসেবায় অনন্য সংযোজন ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী’র পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী নাফিদ নবী।

ইমপেরিয়াল হাসপাতালের গঠনতন্ত্র অনুসরণ করে পরিচালকমন্ডলী সমপ্রতি নয়া এই পরিচালনা পর্ষদ গঠন করেন। ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়া ওয়াহিদ মালেক দৈনিক আজাদী প্রকাশনা ছাড়াও আজাদী প্রিন্টার্স লিমিটেডের পরিচালক হিসেবে গত ২৫ বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। ইমপেরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেয়া নাফিদ নবী শুরু থেকে এ হাসপাতালের সাথে সম্পৃক্ত রয়েছেন। এছাড়া তিনি দেশের গার্মেন্টস শিল্পের অন্যতম কৃতী ব্যবসায়ী। গত ২০ বছরের বেশি সময় ধরে বিএসএ গ্রুপের অন্যতম শীর্ষ কর্ণধার হিসেবে তিনি আরএমজি, জাহাজ শিল্প, সিমেন্ট কারখানা ও পিপি ব্যাগস, স্টক মার্কেট ব্যবস্থাপনায় জড়িত রয়েছেন।

হাসপাতালের নতুন চেয়ারম্যান ওয়াহিদ মালেক এই হাসপাতালের মাধ্যমে বিশ্বমানের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। তিনি ইমপেরিয়াল হাসপাতালে উন্নত, টেকসই এবং সর্বোপরি রোগী ও কর্মবান্ধব পরিবেশ নিশ্চিতকরনে অঙ্গীকারাবদ্ধ। তিনি দেশের সকল পর্যায়ের মানুষের পাশাপাশি উপমহাদেশে এই হাসপাতালের সেবা ছড়িয়ে দিতে চান। তিনি ইমপেরিয়াল হাসপাতালকে মানুষের আস্থা ও ভরসার জায়গা হিসেবেও গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন। হাসপাতালের নতুন ব্যবস্থাপনা পরিচালক নাফিদ নবী এই হাসপাতালে স্বাস্থ্যসেবা প্রদানে সর্বোত্তম নৈতিকতা, রোগীর নিরাপত্তা ও সর্বোপরি সর্বোচ্চ গুণগতমান বজায় রেখে রোগীর সেবা নিশ্চিতকরনে অঙ্গিকারাবদ্ধ। তাঁর গতিশীল নেতৃত্বে ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেডের স্বাস্থ্য সেবায় প্রত্যাশিত নয়া মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

হাসপাতালের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে নতুন চেয়ারম্যান ওয়াহিদ মালেক এবং নতুন ব্যবস্থাপনা পরিচালন নাফিদ নবীর স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য ভূয়সী প্রশংসা এবং ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেডে তাঁদের নতুন যাত্রায় শুভকামনা জানানো হয়। একই সাথে দেশের মানুষের স্বাস্থ্য সেবা খাতে দূরদর্শীতা প্রদর্শন এবং একটি বিশ্বমানের হাসপাতাল বিনির্মাণে অনন্য অবদান রাখায় বিদায়ী চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবক্করসহ বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জগঠন
পরবর্তী নিবন্ধমেলায় কিশোর-কিশোরীদের সরব উপস্থিতি, কিনছে বই