রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২

উখিয়া প্রতিনিধি | রবিবার , ৫ মে, ২০২৪ at ৯:১৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃতরা হলো উখিয়ার ১৩ নম্বর তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের ই-৪ ব্লকের বাসিন্দা নুরুল হকের ছেলে আয়াত উল্লাহ (২৩) ও একই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মকবুল আহমেদ এর ছেলে মোহাম্মদ রফিক (২৪)।

আটককৃত আসামীদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। রোববার (৫ মে) দুপুরে উখিয়ার তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের সাব ব্লকের ই-৩ এর ফ্রেন্ডশিপ লার্নিং সেন্টার সংলগ্ন পশ্চিম পাশে ইটের রাস্তার উপর এ অভিযান চালানো হয়।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক ও অতিরিক্ত ডি আইজি মোহাম্মদ আমির জাফর সত্যতা নিশ্চিত করেন। ধৃত আসামীদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। এদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং, অর্থদণ্ড
পরবর্তী নিবন্ধউখিয়ায় ১৩ প্রার্থীরই মনোনয়ন বৈধ