চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের নেতৃত্বে টিকলু-শুভ

| রবিবার , ৫ মে, ২০২৪ at ১০:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের ৩৮তম কাউন্সিল অধিবেশন গতকাল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসসের ২৩ সদস্যের কমিটি গঠিত হয়েছে। এতে টিকলু কুমার দে সভাপতি, শুভ দেবনাথ সাধারণ সম্পাদক এবং এস এম নাবিলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। দুদিনের সম্মেলন শেষে শনিবার সন্ধ্যায় নগরীর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও চট্টগ্রাম জেলা সংসদের সদ্যবিদায়ী সভাপতি ইমরান চৌধুরী নতুন কমিটি ঘোষণা করেন। এতে সদ্যবিদায়ী কমিটির সাধারণ সম্পাদক টিকলু কুমার দের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সদ্যবিদায়ী সভাপতি ইমরান চৌধুরী। এর আগে কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদকের রিপোর্ট দেন জেলা সাধারণ সম্পাদক টিকলু কুমার দে, সাংগঠনিক রিপোর্ট দেন সাংগঠনিক সম্পাদক শুভ দেব নাথ, শিক্ষা প্রস্তাব দেন তাহলিল আবছার অর্ণব ও অর্থ রিপোর্ট দেন কোষাধ্যক্ষ মিজানুর রহমান আরিফ। কাউন্সিল হাউসে অর্ধশতাধিক কাউন্সিলর প্রস্তাবিত রিপোর্টের ওপর রাজনৈতিক ও সাংগঠনিক আলোচনা করেন। পরে নির্বাচনী কমিটির প্রস্তাবিত নতুন জেলা কমিটি নিয়ে কাউন্সিলররা আলোচনা করে এবং সবার ঐক্যমতের ভিত্তিতে ২৩ সদস্যের জেলা কমিটি পাশ করানো হয়। নির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান কেন্দ্রীয় সভাপতি দীপক শীল। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, রনি কান্তি দেব, অয়ন সেন গুপ্ত, অবিনাশ রায়, শুভ দেবনাথ, তাহলিল আবছার অর্ণব, মিজানুর রহমান আরিফ, এস এম নাবিল, তানভীর ইলাহী, আশিক ইলাহী, নুরনাহার আক্তার শিরিন, মোহাম্মদ মোস্তফা, সম্পাদক সৌমেন দাশ, দীপ্ত নূর, সুমন রাহমান, প্রিন্স দাশ, সৌম্য মল্লিক অর্ক, অরিত্র ভট্টাচার্য, স্নেহেন্দু বণিক, প্রসেনজিৎ বৈদ্য। বিদায়ী কমিটির সভাপতি ইমরান চৌধুরী নতুন কমিটির সদস্য নির্বাচিত হন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার ৩০০ কৃষক পেলেন বিনামূল্যে আউশ বীজ ও সার
পরবর্তী নিবন্ধ‘পরস্পর সহনীয় থেকে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়াই আমাদের দায়িত্ব’