ইপিজেডে অসামাজিক কার্যকলাপে পুলিশের হানা, গ্রেফতার ১২

আজাদী অনলাইন | শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৬:১৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে অসামাজিক কার্যকলাপ থেকে ৬ নারী ও ৬ পুরুষকে গ্রেফতার হয়েছে।

শুক্রবার (২৪ মে) থানা সূত্রে নিশ্চিত করা হয়, গতকাল নগরীর ইপিজেড এলাকার বিভিন্ন আবাসিক হোটেল তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সাজু বড়ুয়া (২৭), মোঃ হাসান (২৮), রাশেদ কামাল (৩০), মোঃ সোহাগ (২১), মোঃ সোহেল হোসাইন(৩১), মোঃ নিজাম উদ্দিন, নাজমা আক্তার (২৬), বিবি কুলছুম (২১), ফাহিমা (২০), রুকসানা আক্তার(২৪), শারমিন আক্তার(২১) ও মুসলিমা আক্তার (১৮)।

থানা সূত্রে আরো জানা যায়, ইপিজেড থানা এলাকার হোটেল ব্লুসোম, হোটেল রেড ব্লু ও হোটেল নুর নামে আবাসিক হোটেলগুলোতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে ইপিজেড থানার ওসি মোহাম্মদ হোছাইন জানান, তাদের অশ্লীল ও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ট্রেনের টিকেট নিয়ে কালোবাজারি, গ্রেফতার ১
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে আ.লীগ প্রার্থীর পক্ষে প্রচারণা, চার বিএনপি নেতাকে অব্যাহতি