চট্টগ্রামে ট্রেনের টিকেট নিয়ে কালোবাজারি, গ্রেফতার ১

আজাদী অনলাইন | শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৬:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় থেকে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ১৮ আসন বিশিষ্ট ৮ টি ট্রেনের ট্রিকেটসহ মোঃ ওমর ফারুক হাজারী (৩৫) নামে এক টিকেট কালোবাজারিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ।

শুক্রবার (২৪ মে) রেলওয়ে থানা পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়, গতকাল নগরীর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

রেলওয়ে থানা সূত্রে আরও জানা যায়, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে মেঘনা এক্সপ্রেস ট্রেনের চট্টগ্রাম থেকে মেহেরপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ১৮ আসন বিশিষ্ট ৮ টি ট্রেনের টিকেটসহ তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সংক্রান্তে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণে করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে কারাগারে থেকেও মামলার আসামি রিদুয়ান
পরবর্তী নিবন্ধইপিজেডে অসামাজিক কার্যকলাপে পুলিশের হানা, গ্রেফতার ১২