বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নেপালি নাগরিক আটক

অবৈধ অনুপ্রবেশ

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ মার্চ, ২০২৩ at ১০:৫৪ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক নেপালি নাগরিককে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা আমতলী মাঠ এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক নেপালী নাগরিককে তাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম অম্বর থাপা বুড়া (২৪)। তিনি নেপালের কর্ণালী প্রদেশের যাযার কোর্ট জেলার জ্ঞান গোগি গ্রামের বাসিন্দা দর্জিদ বুড়া থাপার পৃত্র।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকরতা(ওসি) টান্টু সাহা বলেন, “চাকঢালা সীমান্তের ৪৪ নম্বর সীমান্ত পিলার এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জিজ্ঞাসাবাদে তিনি নেপালের নাগরিক পরিচয় দেন। পরে তাকে নাইক্ষ্যংছড়ি পুলিশের কাছে সোর্পদ করে বিজিবি। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধযেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র
পরবর্তী নিবন্ধসৌদি আরবে নিহত ওমরাহযাত্রীদের ৮ জন বাংলাদেশের