যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র

কাপ্তাই হ্রদে পানি সঙ্কট

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ মার্চ, ২০২৩ at ১০:১৩ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র চরম সঙ্কটে পড়েছে। কাপ্তাই হ্রদে পানি আশঙ্কাজনক হারে হ্রাস পাওয়ায় এই সঙ্কট সৃষ্টি হয়েছে। পানির অভাবে যেকোনো মুহূর্তে কেন্দ্রটি বন্ধ হবার আশঙ্কা দেখা দিয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী এ.টি.এম. আব্দুজ্জাহের কাপ্তাই লেকে পানি সঙ্কটের সত্যতা নিশ্চিত করে বলেন, “চরম সঙ্কটের মধ্যে আমরা দিন কাটাচ্ছি। বৃষ্টি না হওয়ায় কাপ্তাই লেকে পানি দিন দিন হ্রাস পাচ্ছে। ৫টি ইউনিট চালু করে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও বর্তমানে আমরা শুধু ১টি ইউনিট সচল রেখে মাত্র ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি।”

তিনি বলেন, “রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী কাপ্তাই হ্রদে আজ মঙ্গলবার (২৮ মার্চ) পানি থাকার কাথা ৮৮.৬৮ ফুট মীন সী লেভেল কিন্তু হ্রদে এখন পানি রয়েছে ৭৬.৪৯ ফুট মীন সী লেভেল। পানির পরিমাপ ৭০ ফুট মীন সী লেভেলে নেমে আসলে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে দিতে হবে। কেননা এই লেভেল পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন কোনোভাবেই সম্ভব হবে না।”

জানা গেছে, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য মোট ৫টি ইউনিট রয়েছে। বর্তমানে সবগুলো ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম থাকলেও হ্রদে পানি কম থাকায় ৪টি ইউনিট বন্ধ রেখে বর্তমানে শুধু ২ নম্বর ইউনিটটি সচল রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

এই ২ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও এখন মাত্র ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে যার পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে।

টানা ভারী বৃষ্টি না হলে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু আকাশে মাঝেমধ্যে মেঘের আনাগোনা দেখা গেলেও বৃষ্টির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আর কাপ্তাই হ্রদে পানি না বাড়লে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র থেকেও বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কোনো সম্ভাবনা নেই।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ৩০ হাজার বিদেশী সিগারেটসহ গ্রেফতার ৪
পরবর্তী নিবন্ধবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নেপালি নাগরিক আটক