নগরীর সিমেন্ট ক্রসিং এলাকা থেকে যমুনা অয়েল কোম্পানি লেবার ইউনিয়নের সভাপতি আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়া আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আবুল হোসেন একজন অপরাধী। তিনি গত বছরের ৫ আগস্ট ইপিজেড থানা ভাংচুর ও পোড়ানোর ঘটনায় জড়িত। তদন্তে আমরা তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি। তবে তিনি মামলার এজহারনামীয় আসামি নন।
ওসি বলেন, গ্রেপ্তার পরবর্তী আবুল হোসেনকে আদালতে পাঠানো হয়।