চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, পাকিস্তানি হানাদার বাহিনীর নজিরবিহীন পৈশাচিকতা ও বর্বরতার সাক্ষী মুজাফফরাবাদ গণহত্যা মুক্তিযুদ্ধের একটি রক্তাক্ত অধ্যায় হলেও এদিন গণহত্যার শিকার শহীদরা এখনো ইতিহাসে উপেক্ষিত। মুজাফফরাবাদ গ্রামবাসীর জন্য ৩ মে একটি কালোদিন। গ্রামবাসী এখনো ভুলতে পারেনি সেই দুঃসহ স্মৃতি। তাই প্রতিবছর ৩ মে ফিরে এলে স্বজন হারানোর বেদনায় ভারাক্রান্ত হয়ে ওঠেন মুজাফরাবাদবাসী। তিনি আগামী এক বছরের মধ্যে বধ্যভূমি ও কার্যালয় নির্মাণের কাজ শুরু করার আশ্বাস দেন। গত ৩ মে পটিয়ার মুজাফরাবাদ গ্রামে গণহত্যা দিবস উপলক্ষ্যে স্মৃতিচারণ মূলক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপিকা ও বধ্যভূমি সংরক্ষণ পরিষদের সভাপতি ড. তাপসী ঘোষ রায়ের সভাপতিত্বে অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভুইয়া জনী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি মোহাম্মদ নাছির, যুগ্ম সম্পাদক প্রদীপ দাশ, পটিয়া মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুনীল বিশ্বাস, পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুল আলী মঞ্জু, বেসরকারি কারা পরিদর্শক আব্দুল হান্নান লিটন, মোহাম্মদ ছৈয়দ, অধ্যাপক বনগোপাল চৌধুরী, খরনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুল আলম, সাধারণ সম্পাদক জয় প্রকাশ দত্ত, অ্যাড. সাধন বিকাশ ঘোষ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সমন্বয় সভাপতি ও বধ্যভূমি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব সেন, টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী ড. প্রদীপ ঘোষ। রাজীব সেন, সুমন চক্রবর্তী ও শঙ্কর ঘোষের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কাজল কর, সুধীর দত্ত, রতন দত্ত, আশিষ বিশ্বাস, সঞ্জয় চৌধুরী, প্রদীপ কর, প্রকাশ ঘোষ পিকলু, নির্মল চৌধুরী, অজিত চৌধুরী, হারাধন ঘোষ রায়, অটল বিহারি চৌধুরী, সমর কান্তি বিশ্বাস, বিপ্লব চৌধুরী, শান্তনু রায় চৌধুরী, মিঠুন চৌধুরী, অসীম চৌধুরী, পুলক চৌধুরী, ইউপি সদস্য রতন সেন, সুমন দত্ত, শুক্লা চৌধুরী ও নমিতা চৌধুরী প্রমুখ। সংবর্ধিত অতিথি ছিলেন সুভাষ চন্দ্র দত্ত ও ড. মৌসুমী ঘোষ রায়। এছাড়াও দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল– শ্রাদ্ধানুষ্ঠান, গার্ড অব অনার প্রদান, শহীদ স্মৃতিস্তম্ভ ও বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ, মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা, গণসংগীতানুষ্ঠান ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা। প্রেস বিজ্ঞপ্তি।