সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না

বিএনপির ঈদ সামগ্রী বিতরণকালে বক্তারা

| শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১২:০৬ অপরাহ্ণ

বিএনপির মহানগর বিএনপির আহ্বায়ক ড. শাহাদাত হোসেন বলেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করে এ দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। আওয়ামী সরকার সেই গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করেছে। সময় পাল্টাবে, আওয়ামী লীগ কিন্তু চিরকাল ক্ষমতায় থাকবে না। ক্ষমতার পরিবর্তন হবে। তখন দেশের মানুষ তাদেরকে ছেড়ে কথা বলবে না।

তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর শাখা উদ্যোগে বিএনপির নেতা কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম বাড়ছে সেটা কিন্তু সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। মহানগর জিয়া মঞ্চের আহ্বায়ক জহিরুল হাসান জীবনের সভাপতিত্বে ও সদস্য সচিব কে এম শাহনুর সিদ্দিকী টিটুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, সদস্য মো. কামরুল ইসলাম, খুলশী থানা বিএনপি নেতা আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় জিয়া মঞ্চের যুগ্ম সম্পাদক মো. জিয়া উদ্দিন কাদের, বিএনপি নেতা শাহিন আহমেদ। আরো উপস্থিত ছিলো জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু সাঈদ, নুর উদ্দিন জাবেদ, সৈয়দ আলমগীর, মো. জসিমউদ্দীন, ফজল আমিন ডিসি, ফজলুল করিম চারু, শামসুদ্দিন শামসু, মো. নুর করিম লিটন, মো. হারুনুর রশীদ বাবলু, মো. এনামুল হক টুটুল, এস এ আল ইমরান, মো. আলাউদ্দিন, মো. হিরা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতা থাকবে না উন্নয়ন হবে পরিকল্পিত
পরবর্তী নিবন্ধসুস্থ সংস্কৃতিচর্চার মাধ্যমেই গড়তে হবে আলোকিত মানুষ