দক্ষিণ রাউজান উদয়ন সংঘের দ্বি-বার্ষিক সম্মেলন প্রকৌশলী সনজিত বৈদ্য পিন্টু সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক অসীম দাশগুপ্ত সঞ্চালনে অনুষ্ঠিত হয়। মঙ্গল প্রদীপ প্রজ্বলনে মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন পুরোহিত সুভাষ চক্রবর্তী। বাগীশিক দ. রাউজান সা. সম্পাদক রাকেশ সরকারের পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করেন উদয়ন গীতা শিক্ষা বিদ্যাপীঠের শিক্ষাথীবৃন্দ। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উদয়ন সংঘের প্রধান উপদেষ্টা সরোজ কুসুম দাশগুপ্ত, প্রধান বক্তা ছিলেন উদয়ন দুর্গা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সুভাষ দত্ত, অতিথি ছিলেন উদয়ন সংঘের উপদেষ্টা সুভাষ বৈদ্য, সুজিত দাশ মিন্টু, নিহার বৈদ্য, হারাধন সিকদার, শিবু দাশ, উদয়ন দুর্গা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক কল্লোল দাশগুপ্ত ঝুমুর, সুপক দাশ, তন্ময় দাশগুপ্ত পিকলু, এড. সংজয় মিত্র, উজ্জ্বল দাশ,মনোজ দাশ,অনুপ দে প্রমুখ। সভায় দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন উদয়ন সংঘের প্রধান উপদেষ্টা সরোজ কুসুম দাশগুপ্ত। উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী ২০২২-২০২৪ বছরের জন্য ২১ সদস্যের কার্যকরী পরিষদ গঠন করা হয়। সভাপতি-প্রকৌশলী সনজিত বৈদ্য পিন্টু, সহসভাপতি-শিমুল দাশ, সঞ্চিতা মল্লিক, রানা দাশ, সাধারণ সম্পাদক অসীম দাশগুপ্ত, সহসম্পাদক হিমাদ্রী দাশগুপ্ত রাজু, প্রকৌশলী যুবরাজ বৈদ্য সনি, অর্থ সম্পাদক – পানিন দত্ত,সহ-রিবাট চৌধুরী, সাংগঠনিক সম্পাদক -প্রকৌশলী রাহুল দত্ত,সহ-রনি মিত্র,ক্রীড়া সম্পাদক-সমর দে, সৈকত মহাজন, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব দেওয়ানজী,অন্তর চৌধুরী, দপ্তর সম্পাদক পরিতোষ মহাজন, প্রচার সম্পাদক-নারায়ন দত্ত, সমাজ কল্যান সম্পাদক কৈলাশ চক্রবর্তী, অন্তু দাশ,সদস্য দ্বিপ দত্ত, ছোটন শিকদার। প্রেস বিজ্ঞপ্তি।











