বাঁশখালী থেকে বন্ধুর বিয়ের অনুষ্ঠানের দাওয়াত খেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক বন্ধু নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুই বন্ধু। গত শুক্রবার রাত ১২ টায় আনোয়ারার পিএবি সড়কের সরকারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের নাম আরমান হায়দার (২২), আহতদের নাম আকাশ দে (২৩) ও ইমতিয়াজ মাহমুদ। তারা তিনজন নগরীর ন্যাশনাল পলিটেকনিক কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। জানা যায়, বন্ধুর বিয়ের দাওয়াত খেয়ে মোটরসাইকেল চালিয়ে ফিরছিলেন তিন বন্ধু। কিন্তু ফেরার পথে তৈলারদ্বীপ সেতুর পশ্চিম পাড়ে সড়কের গতিরোধকের সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায় তাদের মোটরসাইকেল। এ সময় সড়কের বিপরীত দিক থেকে আসা বাঁশখালীগামী এক বাসের সাথে সংঘর্ষ হয়। ফলে মোটরসাইকেল চালক আরমান ঘটনাস্থলেই প্রাণ হারান, গুরুতর আহত হয় অপর দুই আরোহী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন।
নিহত আরমান হায়দার কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের লোকমান হায়দারের ছেলে। আহতদের মধ্যে আকাশ দের বাড়ি রাউজান উপজেলায়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।