৯-১০ ডিসেম্বর চুয়েটে ‘বিগ ডাটা ও মেশিন লানির্ং’ বিষয়ক কর্মশালা’

| সোমবার , ৭ ডিসেম্বর, ২০২০ at ১০:২৭ পূর্বাহ্ণ

দেশে প্রথমবারের মত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে আগামী ৯-১০ ডিসেম্বর দুইদিনব্যাপী ‘বিগ ডাটা ও মেশিন লার্নিং বিয়য়ক প্রথম জাতীয় কর্মশালা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৯ ডিসেম্বর সকাল ১১.০০ ঘটিকায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে থাকবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
দুইদিনব্যাপী কর্মশালার প্রথমদিনে কী-নোট স্পিকার হিসেবে অংশ নিবেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেঙাসের এরিক জনসন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স-এর প্রফেসর জন এইচ.এল. হ্যানসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসাইন। দ্বিতীয় দিনে কী-নোট স্পিকার হিসেবে অংশ নিবেন অস্ট্রেলিয়ার লা-ট্রোব ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের এডজাঙ্ক প্রফেসর ড. পল ওয়াটার্স, চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এবং জাপানের ওসাকা ইউনিভার্সিটির প্রফেসর ড. আতিকুর রহমান আহাদ। এছাড়া দুইদিনে ৮ টি টেকনিক্যাল সেশন, ৭ টি ইনভাইটেড টক্‌স এবং ২ টি টিউটোরিয়াল সেশন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধসাহিত্যের অন্য শাখার মতো প্রবন্ধেও চট্টগ্রামের অবদান অনস্বীকার্য
পরবর্তী নিবন্ধবেগম জিয়ার নেতৃত্বে স্বৈরাচারএরশাদের পতন হয়েছিল