ডেবারপাড় দোকান মালিক সমবায় সমিতির মানববন্ধন

| বুধবার , ১ মে, ২০২৪ at ৬:২৮ পূর্বাহ্ণ

র‌্যাম্প নির্মাণের নামে নগরীর আগ্রাবাদ ডেবারপাড়ের শেখ মুজিব রোড সংলগ্ন দোকানগুলো উচ্ছেদের প্রতিবাদে ডেবারপাড় দোকান মালিক সমবায় সমিতির উদ্যোগে গত ২৯ এপ্রিল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল ওয়াহাবের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ইলিয়াছের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হাসান মাহমুদ রুমি, মমিনুল ইসলাম, মো. নুরুল ইসলাম প্রমুখ। প্রচন্ড খরতাপ উপেক্ষা করে মানববন্ধনে বিপুল সংখ্যক স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা অংশ নেন। বক্তারা বলেন, এ জায়গাটিতে ছোটবড় মোট ১০০টি দোকানের মাধ্যমে বিগত চার দশকেরও বেশি সময় ধরে দোকানীরা বৈদেশিক বাণিজ্য সহ অন্যান্য ব্যবসাবাণিজ্য পরিচালনা করে সরকারি কোষাগারে ভ্যাটট্যাক্সখাজনা ইত্যাদি প্রদানসহ শান্তিপূর্ণভাবে নিজেদের জীবনজীবিকা নির্বাহ করে আসছে। বক্তারা প্রায় অর্ধ শতাব্দী ধরে চলে আসা এসব ব্যবসা প্রতিষ্ঠান/দোকান সমূহ উচ্ছেদ না করে জনস্বার্থে আলোচ্য র‌্যাম্পটি অন্যত্র সরিয়ে নেয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানবাধিকার এসোসিয়েশন চট্টগ্রামের বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধবিভিন্নস্থানে শরবত ও পানি বিতরণ