টুকুর মুক্তি দাবিতে মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশ

| বুধবার , ১ মে, ২০২৪ at ৬:৩২ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকুর মুক্তির দাবিতে চট্টগ্রাম মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশ গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ।

সমাবেশে মোশাররফ হোসেন দিপ্তী বলেন, বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। দেশে এক সর্বগ্রাসী অরাজকতা বিদ্যমান রয়েছে। দুঃশাসন প্রলম্বিত করার জন্যই শহর থেকে গ্রাম সর্বত্র মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এসব অপকর্মের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে না কতৃর্ত্ববাদী ফ্যাসিস্ট সরকার। সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে বিরোধী দলের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে তাদের জেলে প্রেরণ করছে। তারই ধারাবাহিকতায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকুসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদেরকে সরকারের নির্বাহী আদেশে জেলে প্রেরণ করছে।

সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ বলেন, যুবদল এই দেশের লক্ষ কোটি যুবকদের গণতান্ত্রিক যুব সংগঠন। একজন টুকুকে গ্রেপ্তার করে যুবদলের অগ্রযাত্রা রুদ্ধ করা যাবে না।

এ সময় বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি ফজলুল হক সুমন, আবদুল করিম, আবদুল গফুর বাবুল, মিয়া মোহাম্মদ হারুন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশারফ হোসাইন, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর, এরশাদ হোসেন, তৌহিদুল ইসলাম রাসেল, গুলজার হোসেন, আসাদুর রহমান টিপু, জাফর আহমদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, মহিউদ্দিন মুকুল, মো. নুরুল আমিন, আসাদুজ্জামান রুবেল, আতিকুর রহমান, মনোয়ার হোসেন মানিক, কমল জ্যোতি বড়ুয়া, মাহবুবুর রহমান, মোহাম্মদ শাহেদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন আনু, মেজবাহ উদ্দিন মিন্টু, জাহাঙ্গির আলম বাবু, হাফেজ কামাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা সপ্তাহের মহানগর পর্যায়ে জামেয়ার শিক্ষার্থীদের সাফল্য
পরবর্তী নিবন্ধআট কেজি গাঁজাসহ যুবক আটক