সাহিত্যের অন্য শাখার মতো প্রবন্ধেও চট্টগ্রামের অবদান অনস্বীকার্য

অনলাইন বইমেলার সেমিনারে বক্তারা

| সোমবার , ৭ ডিসেম্বর, ২০২০ at ১০:২৭ পূর্বাহ্ণ

সাহিত্যের অন্য শাখার মতো প্রবন্ধের ক্ষেত্রেও চট্টগ্রামের অবদান অনস্বীকার্য। ১৯ শতেকর মধ্যভাগ থেকে শুরু করে অদ্যাবধি চট্টগ্রামের লেখকগণ প্রবন্ধ সাহিত্যে এক উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ১৯ শতকে বাঙালি জীবনে যে নবজাগরণ ঘটেছিল তার প্রভাবে প্রভাবিত হয়েছিল এই চট্টগ্রাম। চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে মাসব্যাপী অনলাইন বাংলা বইমেলার গতকাল রোববার ষষ্ঠ দিনে ‘বাংলাদেশের প্রবন্ধ সাহিত্য : প্রেক্ষিত চট্টগ্রাম’ শীর্ষক সেমিনারে বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন।
কঙবাজার ইন্টরন্যাশনাল ইউনির্ভাসিটির সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাসেমের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন কবি ও সাংবাদিক ডেইজি মউদুদ, মূল প্রবন্ধ পাঠ করেন প্রাবন্ধিক শাকিল আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন প্রাবন্ধিক নিজামুল ইসলাম শরাফী, ধন্যবাদ বক্তব্য রাখেন অনলাইন বাংলা বইমেলা পরিষদের আহ্বায়ক শিশুসাহিত্যিক-সাংবাদিক রাশেদ রউফ।
কবি ও প্রাবন্ধিক সাঈদুল আরেফীনের সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর রীতা দত্ত, গল্পকার বিপুল বড়ুয়া, সংগঠক এস এম আব্দুল আজিজ, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, সংগঠক এম কামাল উদ্দীন, গল্পকার রুনা তাসমিনা, প্রাবন্ধিক এসএম মোখলেসুর রহমান, শিশুসাহিত্যিক জসীম মেহবুব, শিশুসাহিত্যিক কেশব জিপসী, কবি আবু মুসা চৌধুরী, কবি মনিরুল মনির, লেখক রফিক আহমদ খান, ছড়াকার তসলিম খাঁ, কবি ফারজানা রহমান শিমু, ছড়াকার সৈয়দা সেলিমা আক্তার, কবি আখতারী ইসলাম, কবি সাংবাদিক আবুল বালাম বেলাল, সাংবাদিক আরিফ রায়হান প্রমুখ।
আজকের অনুষ্ঠান : অনলাইন বাংলা বইমেলার আজ সপ্তম দিনে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ‘সায়েন্স ফিকশান’ বিষয়ে সেমিনার। একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক থাকবেন জনপ্রিয় সায়েন্স ফিকশন লেখক মোস্তাক আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুস্থদের মাঝে হৃদয়ে’ ৯০ এর শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধ৯-১০ ডিসেম্বর চুয়েটে ‘বিগ ডাটা ও মেশিন লানির্ং’ বিষয়ক কর্মশালা’