দুস্থদের মাঝে হৃদয়ে’ ৯০ এর শীতবস্ত্র বিতরণ

| সোমবার , ৭ ডিসেম্বর, ২০২০ at ১০:২৬ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও খাজা রোড়স্থ চান্দগাঁও এন,এম,সি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ সালে এসএসসি পাসকৃত বন্ধুদের নিয়ে গঠিত সংগঠন হৃদয়ে’ ৯০ এর উদ্যোগে এবং বিদ্যালয়ের ৯০ ব্যাচের প্রাক্তন ছাত্রদের সহযোগিতায় দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করা হয়। গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হৃদয়ে’৯০ ব্যাচ এর উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট নুরুল আলম। উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম, বদরুল হাসান, এস এম শাহাবুদ্দিন সজীব, আলমগীর হায়দার চৌধুরী লিটন, কাজী গোফরান, সাবিনা ইয়াসমিন, মমতাজ বেগম, জি,আর,কাইসার, নিজামউদ্দিন, মোজাম্মেল হক, , ইকবাল বাহার, লিটু, ইউসুফ, হারুন, শাহাদাত, সাগর, রাসেল, কামাল, শাহাবুদ্িদন, জসিম, খোকন, রোমান, শফি, নাছির, বাহার, ফেরদৌস ও বাবর। এতে স্থানীয় ও ভাসমান অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র, কম্বল, মাস্ক, শুকনো খাবার এবং বোতলজাত বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের সভা
পরবর্তী নিবন্ধসাহিত্যের অন্য শাখার মতো প্রবন্ধেও চট্টগ্রামের অবদান অনস্বীকার্য