৬০ ঘণ্টা পরও উদ্ধার হয়নি অপহৃত যুবলীগ নেতা

সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ৫ জানুয়ারি, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

অপহরণের ৬০ ঘণ্টা পরও উদ্ধার হয়নি মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমান হোসেন ওরফে ইমন (২৮)। তাকে উদ্ধারের দাবিতে দ্বিতীয় দিনের মতো গতকাল মঙ্গলবারও সড়ক অবরোধ করে স্থানীয় আওয়ামী লীগ। চলমান অবরোধে পুলিশ ও সেনাবাহিনী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।
জানা যায়, অপহৃত যুবলীগ নেতাকে উদ্ধারের দাবিতে মঙ্গলবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এসময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়কে অবস্থান নেয়। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা।
অবরোধ চলাকালে সকাল পৌনে ১০টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীনের নেতৃত্বে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনতা বিক্ষোভ মিছিল শুরু করে। অপহরণের ৬০ ঘণ্টা পরও উদ্ধার করতে না পারায় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেছেন তারা।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম জানান, অপহৃত যুবলীগ নেতা মো. ইমান হোসেনকে উদ্ধারে কাজ চলছে। আমরা সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধছেলে-মেয়েসহ ডোনাল্ড ট্রাম্পকে সমন
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ৪ ফার্মেসিকে আড়াই লাখ টাকা জরিমানা