কক্সবাজারে সৈকতে ভেসে এলো তরুণীর মরদেহ

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ২:৪৬ অপরাহ্ণ

কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্ট থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ মে) রাত ৯টার দিকে মেম্বারঘাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তরুণীর বয়স ১৮ থেকে ২০ বছর। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টের মেম্বারঘাটা এলাকায় জোয়ারের পানিতে এক তরুণীর মরদেহ ভাসতে দেখে এক শিশু। পরে সে বিষয়টি সবাইকে জানায়। এ সময় স্থানীয় নুরুল আলম নামের এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, নিহত তরুণীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তার কপালের ডান পাশে সামান্য আঘাতের চিহ্ন দেখা গেলেও তা অনেক আগের। তার মাথায় খাটো চুল রয়েছে। পরনে ছিল থ্রি পিস। এটি হত্যা নাকি কোন দুর্ঘটনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিচয় নিশ্চিতের পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধ৬৫ দিন সকল প্রকার মৎস্য আহরণ বন্ধে কোস্ট গার্ডের জনসচেতনা
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে চোলাই মদ ও গাজাসহ আটক ৩