২৫ মার্চের কালরাত্রির গণহত্যা ইতিহাসের কলঙ্কময় অধ্যায়

আলোচনা সভায় বক্তারা

আজাদী ডেস্ক | রবিবার , ২৬ মার্চ, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে গতকাল আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, মোমবাজিত প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে।

পটিয়ার মুজাফরাবাদ : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার পটিয়া ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল মামুনের সভাপতিত্বে ও পরিসংখ্যান কর্মকর্তা নাজমুল আন সাকিবের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, সহকারী কমিশনার ভূমি রাকিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, সিনিয়র মৎস্য অফিসার স্বপন চন্দ্র দে, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, তথ্য কর্মকর্তা উজ্জ্বল শীল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসেন প্রমুখ। এর আগে সকালে পটিয়ার মুজাফরাবাদ বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি।

উত্তর জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, ২৫ মার্চের ভয়াল কালরাত্রির গণহত্যা বিশ্ব ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায়। গণহত্যা দিবস পালন উপলক্ষে গতকাল দোস্ত বিল্ডিং কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি আবুল কালাম আজাদ, মহিউদ্দিন আহমেদ রাশেদ, নজরুল ইসলাম তালুকদার, জাফর আহমেদ, আবু তালেব, ফোরকান উদ্দিন আহমেদ, সেলিম উদ্দিন, মহিউদ্দিন চৌধুরী, এড. বাসন্তী প্রভা পালিত, সাদাত আনোয়ার সাদী, মো. আলাউদ্দিন, অভি চৌধুরী, লিপটন দেবনাথ লিপু প্রমুখ। সভায় শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, পাকিস্তানী হায়েনারা নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালিদের উপর যে বর্বর গণহত্যা চালিয়েছে তা বিশ্ব ইতিহাসে বিরল। গতকাল গণহত্যা দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ২৫ মার্চ বাঙালি জাতি তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল ইতিহাসের বিভীষিকাময় ভয়াল ও নৃশংসতম বর্বরতা। বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ, এড. জহির উদ্দিন, মোছলেহ উদ্দিন মনসুর, নুরুল আবছার চৌধুরী, গোলাম ফারুক ডলার, খোরশেদ আলম, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, আবদুর রশিদ, মোস্তাক আহমদ আঙ্গুর, আবুল কালাম আজাদ, নাছির আহমদ চেয়ারম্যান, সেলিম নবী, হায়দার আলী রনি, নুরুল আমিন চৌধুরী, সুরেশ দাশ, নাছির উদ্দিন, এম এ মালেক, জসিম উদ্দিন, আমির উদ্দিন চৌধুরী প্রমুখ।

বোধন আবৃত্তি পরিষদ : জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে ‘২৫ মার্চ কালরাত্রি স্মরণ’ অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় চেরাগি চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রদীপ প্রজ্বলন, কথামালা ও আবৃত্তি পরিবেশিত হয়।

বোধনের সভাপতি আবদুল হালিম দোভাষের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বোধনের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক শিল্পী সুজিত রায়, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব চন্দন দাশ। অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন স্বর্ণয় দত্ত, ট্রিয়া পিহু হিলারী, নিপা দাশ, ফাল্গুনী আচার্য্য, প্রিয়া সেনগুপ্তা, মৌমিতা বড়ুয়া, অনিমেষ পালিত, ইলা বড়ুয়া, মৃত্তিকা চক্রবর্তী, অর্চি দত্ত, মমি ভট্টাচার্য্য, রিয়ামনি দাশ, সত্যজিৎ চক্রবর্তী, পাতা দে বৃষ্টি, পৃথুলা চৌধুরী, জয়শ্রী মজুমদার জয়া এবং তুর্ণা দাম। স্বরচিত কবিতা পাঠ করেন কবি উৎপলকান্তি বড়ুয়া।

পোর্ট সিটি ইউনিভার্সিটি : গণহত্যা দিবস উপলক্ষে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গতকাল আলোচনা সভার আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার, একাডেমিক ও প্রশাসনিক উপদেষ্টা ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. মজিবুর রহমান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, ব্যবসায় অধ্যয়ন অনুষদের ডীন প্রফেসর ড. ফসিউল আলম এবং অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওবায়দুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষকশিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরে গণহত্যা দিবস উপলক্ষে গতকাল মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সাথে নিয়ে মোমবাতি প্রজ্বলন করেন।

মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে চবি রেজিস্ট্রার, আবাসিক হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তাকর্মচারীবৃন্দ, বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন চবি তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ হোসেন।

আইআইইউসি : আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আইআইইউসির কেন্দ্রীয় মিলনায়তনে গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ বিষয়ক আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম।

আইআইইউসির উপউপাচার্য প্রফেসর ড. মছরুরুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রিজিয়া রেজা চৌধুরী।

সভায় আরও উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. জাহিদ হোসেন সিকদার, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. শামীমুল হক চৌধুরী, শরীয়াহ ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ মোস্তফা কামিল, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. দেলোয়ার হোসেন, সাইন্সেস অব হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল হক নদভী, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর ইফতেখার উদ্দিন ও আইআইইউসির শিক্ষকশিক্ষিকা, কর্মকর্তাকর্মচারীবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধইসলামের পুনরুজ্জীবনে গাউসে পাকের ভূমিকা অনস্বীকার্য
পরবর্তী নিবন্ধদৈনিক আজাদীতে একাত্তরের মার্চ