ইসলামের পুনরুজ্জীবনে গাউসে পাকের ভূমিকা অনস্বীকার্য

আলমগীর খানকায় স্মারক আলোচনায় মোহাম্মদ মহসিন

| রবিবার , ২৬ মার্চ, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ

বড়পীর গাউসুল আজম শেখ সৈয়দ আবদুল কাদের জিলানীর (রা.) ৯৭৩ তম খোশরোজ শরীফ গত শুক্রবার নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়। এ উপলক্ষে আঞ্জুমান এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টে গাউসিয়া কমিটি বাংলাদেশ নগরীর ষোলশহর আলমগীর খানকাহ শরীফে ‘দ্বীনের পুনরুজ্জীবনে গাউসুল আজম জিলানীর (রা) অবদান’ শীর্ষক স্মারক আলোচনা আয়োজন করে।

সংগঠনের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মারক আলোচনায় প্রধান অতিথি ছিলেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন। প্রধান আলোচক ছিলেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। মোছাহেব উদ্দিন বখতিয়ারের সঞ্চালনে অনুষ্ঠিত স্মারক আলোচনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন মোহাম্মদ আনোয়ারুল হক, শাহজাদ ইবনে দিদার, মাহবুবুল হক খাঁন, মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবায়ের রজভী, মাওলানা মোহাম্মদ ইলিয়াস কাদেরী, মাওলানা মোহাম্মদ কাসেম তাহেরী, মাওলানা সোহেল আনসারী প্রমুখ। স্মারক আলোচনায় আঞ্জুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন বলেন, বড় পীর আবদুল কাদের জিলানীকে এ পৃথিবীতে প্রেরণ করে সত্যিকার ইসলামের পুনরুজ্জীবন ঘটান। হজরত গাউসুল আজম বড়পীর ছিলেন ত্বরীকত জগতের সম্রাট। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধ২৫ মার্চের কালরাত্রির গণহত্যা ইতিহাসের কলঙ্কময় অধ্যায়