১৭ জুন চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ সফল করতে হবে

সার্কিট হাউজে প্রস্তুতি সভায় কমান্ডার মোজাফফর

| রবিবার , ৪ জুন, ২০২৩ at ৬:৩১ পূর্বাহ্ণ

আগামী ১৭ জুন নগরীতে চট্টগ্রাম বিভাগের বীর মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে অতিথি থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ..ম মোজাম্মেল হক এমপি, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, সাবেক মন্ত্রী শাহজাহান খান এমপি ও অন্যান্য রাষ্ট্রীয় অতিথিবৃন্দ। সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল শনিবার সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ বিভাগীয় কমিটির উদ্যোগে চট্টগ্রাম সার্কিট হাউজে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সাবেক মন্ত্রী মরহুম ডা. আফছারুল আমিন এমপির আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের সভাপতিত্বে ও সাহাব উদ্দিন মজুমদারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, এম.এ ওয়াদুদ (যুদ্ধাহত), মোহাম্মদ রইছ উদ্দিন, নুরুল আবছার, ইকবাল হোসেন চৌধুরী, আবদুল মোতালেব, মোজাম্মেল হক মিলন, আবুল কাশেম চৌধুরী, .কে.এম সরওয়ার কামাল দুলু, শহীদুল হক চৌধুরী সৈয়দ, আমির হোসেন মোল্লা, মো. গিয়াস উদ্দিন, মন্নর আলী, আহম্মদ হোসেন, মো. নূর উদ্দিন, নুরুল আলম, জাফর আলী হিরো, কবির আহম্মদ, খায়রুল বশর, আবু তাহের, কাজী নুরুল আবছার প্রমুখ। তাছাড়া চট্টগ্রাম বিভাগের অধীন মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, ডেপুটি কমান্ডার, সহকারী কমান্ডারসহ মুক্তিযোদ্ধারা সভায় উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মোজাফফর আহমদ বলেন, আগামী ১৭ জুন চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ অত্যন্ত সফল করতে বিভাগের বিভিন্ন জেলা কমান্ডারদের সমন্বয়ে কমিটি গঠন করে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। বীর মুক্তিযোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ থেকে সমাবেশ সফল করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমন্বিত উদ্যোগই বাল্যবিবাহ রোধ করা সম্ভব
পরবর্তী নিবন্ধপৃথক অভিযানে ৪ জনের এক মাসের জেল, স্কেভেটরসহ ৩ পিকআপ জব্দ