১০ রমজানের মধ্যে বেতন বোনাস পরিশোধের দাবি

চালক শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা | শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ১০:২০ পূর্বাহ্ণ

রমজান মাসে বিভিন্ন অজুহাতে শ্রমিক চাটাই বন্ধ, ১০ রমজানের মধ্যে বেতন বোনাস পরিশোধ, নিযেয়াগ পত্র, নিম্নতম মজুরি ২০ হাজার টাকা প্রদানসহ নানা দাবি জানিয়েছে চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার বিকালে নগরীর নাসিরাবাদ সিএন্ডবি কলোনিস্থ চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।

সংগঠনের সভাপতি সেলিম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি কাজল ইসলাম, সিনিয়র সহসভাপতি আলমগীর, সহসভাপতি মাঈনুউদ্দীন তাপস, যুগ্ম সম্পাদক আমির হোসেন, সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেল, সাইফুল ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর, সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক জাকির হোসেন, শ্রম ও আপ্যায়ন রাসেল, প্রচার সম্পাদক মো. বজলুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য সোহাগ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর এনায়েতপুর থেকে গরু চুরি
পরবর্তী নিবন্ধশিক্ষা ক্ষেত্রে বৈষম্য নিরসনে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি যৌক্তিক