হেমন্ত

ইলিয়াস পাটোয়ারী | বুধবার , ২ নভেম্বর, ২০২২ at ৭:৪৬ পূর্বাহ্ণ

নাড়ছে কড়া হেমন্ত কাল
খোলরে ঘরের দোর
শয্যা ছেড়ে বাইরে আয় তুই
কেটে ঘুমের ঘোর।

ধান পেকেছে মাঠে মাঠে
কাস্তে হাতে আয়
সময় এখন ফসল তোলার
লগন বয়ে যায়।

আলসেমি ফেল গা থেকে তুই
ঝেড়ে জুড়ে আজ
এখন শুধু ফসল তোলার
আর মাড়াইয়ের কাজ।

তুলবি ফসল, ভরবে গোলা
কেটে যাবে দুখ
হেমন্ত দেয় মুখে হাসি
এবং প্রাণে সুখ।

পূর্ববর্তী নিবন্ধহেমন্তের ডাক
পরবর্তী নিবন্ধহেমন্তকাল এলে