হেমন্তের ডাক

এনাম আনন্দ | বুধবার , ২ নভেম্বর, ২০২২ at ৭:৪৫ পূর্বাহ্ণ

হেমন্ত কাল ডাক দিয়ে যায়
শিশির ভেজা ভোরে
হিমশীতলের ডানায় চড়ে
হেমন্ত আজ দোরে।
পাকা ধানের ম-ম গন্ধ
কৃষাণ মুখে হাসি
বটতলার ঐ নিচে বসে
রাখাল বাজায় বাঁশি।
দোলনচাঁপার মিষ্টি সুভাস
মেতে উঠে পাড়া
দিনগুলো যায় ছোট হয়ে
রাত্রিকে দেয় সাড়া।
নানা রাকম পাখপাখালি
উড়ে ঝাঁকে ঝাঁকে
সাতসকালে ঘুম ভেঙে যায়
হেমন্তের ঐ ডাকে।

পূর্ববর্তী নিবন্ধজেল হত্যা দিবসে দুস্থ ও পথচারীদের মাঝে খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধহেমন্ত