হেমন্তকাল এলে

এম এ রহমান | বুধবার , ২ নভেম্বর, ২০২২ at ৭:৪৬ পূর্বাহ্ণ

ফুল-পাখি আর সবুজের দল
প্রকৃতিটা ভিজে
হেমন্তকাল এলো বলে
বিন্দু বিন্দু শিশির জলে
সূর্য হাসে কি যে।

মাঠে মাঠে সোনা রঙে
আমন ধানের হাসি
সোনার ধানে গোলা ভরে
নবান্নতে উৎসব করে
ঘরে ঘরে খুশি।

শিউলি ফুলের গন্ধ ভাসে
সিক্ত শিশির জলে
সরিষা ফুল হলুদ শাড়ি
প্রকৃতির রূপ যেন নারী
হেমন্তকাল এলে।

ধানের মাঠে পাখির মেলা
ভ্রমর ছুটে ফুলে
নরম নরম রোদের ডানা
জোছনা ভরা চাঁদের কনা
হেমন্তকাল এলে।

পূর্ববর্তী নিবন্ধহেমন্ত
পরবর্তী নিবন্ধবিষ্টি মেয়ে