বিষ্টি মেয়ে

সোহেল মাহরুফ | বুধবার , ২ নভেম্বর, ২০২২ at ৭:৪৬ পূর্বাহ্ণ

বিষ্টি মেয়ে নাচ থামিয়ে
আমার কথা শোনো-
ওদের ঘরে ঝমঝমিয়ে
ঝরছো এমন কেন?
ওদের চালের ফুটো বাড়ছে শুধু
ভাসছে জলে ঘর
জলে ভিজে ওদের মায়ের
হলো ভীষণ জ্বর।
ডাক্তার কোথায়-ওষুধও নেই
খাবার জোটে না মোটে
খাবারের খোঁজে ওদের বাবা
এদিকে সেদিকে ছোটে।
ছোট ছোট মুখ শুকনো ভীষণ
তাকিয়ে পথের পানে
ওদের মনে সুর জাগে না
বিষ্টি তোমার গানে।
বিষ্টি মেয়ে নাচ থামিয়ে
আমার কথা শোনো-
ওর গায়ে ঝমঝমিয়ে
ঝরছো এমন কেন?
সারাটাদিন রিকশা চালায়
বইছে ভীষণ ভার
ওর উপরেই সওয়ার আছে
পুরোটা সংসার।
বাবাও নেই মায়ের অসুখ
বোনটি না খেয়ে
দিনের শেষে হিসেব মিলায়
ওষুধ খাবার নিয়ে।
ছোট ছোট পা প্যাডেল মারে
বিষ্টি জলে ভিজে
ভিজিয়ে ওকে বিষ্টি তোমার
লাভটা হবে কী যে?

পূর্ববর্তী নিবন্ধহেমন্তকাল এলে
পরবর্তী নিবন্ধসবুজ নিমন্ত্রণ