সবুজ নিমন্ত্রণ

অমিত বড়ুয়া | বুধবার , ২ নভেম্বর, ২০২২ at ৭:৪৭ পূর্বাহ্ণ

বাইরে এখন রোদের খেলা
বাইরে এখন আলো
ঝলমলানো শুভ্র আকাশ
দূর করেছে কালো।

ঘরের দুয়ার খোলরে তোরা
বাইরে এসে দেখ্‌
দূর নীলিমায় যাচ্ছে ছুটে
শাদারঙা মেঘ।

আকাশটা আজ মেঘের পানসি
বাতাস তারই ডানা
মেঘের মতো ছুটতে তোদের
কে করেছে মানা?

আজকে না হয় হারিয়ে গেলাম
ঘন কাশের বনে
মা ও বাবার চোখ এড়িয়ে
গভীর সংগোপনে!

এমন দিনে হারিয়ে গেলে
কীইবা এমন হয়
এড়িয়ে বাধা তাড়িয়ে যত
অলীক তুচ্ছ ভয়!

হারিয়ে গিয়ে খুঁজে নিতে
বনের মধ্যে বন
এই সময়ে গ্রহণ করো
সবুজ নিমন্ত্রণ।

পূর্ববর্তী নিবন্ধবিষ্টি মেয়ে
পরবর্তী নিবন্ধহারিয়ে গেছে পুতুল