হেমন্তের পরশ

নূরনাহার নিপা | বুধবার , ১৬ নভেম্বর, ২০২২ at ৮:৩৩ পূর্বাহ্ণ

গাঁয়ের মাঠে সোনালি ধান
সোনা রঙে হাসে
খুশির ঝিলিক চাষির মুখে
আবীর হয়ে ভাসে।

কত রকম স্বপ্ন যে তার
বুকে লালন করে,
কাটবে ফসল ভরবে গোলা
আর কটা দিন পরে।

মনের মাঝে সুখের পরশ
গুন গুনাগুন গান।
ফুলে ফুলে অলির নাচন
পাখির কলতান।

মৌ মৌ মৌ চতুর্দিকে
ধানের ঘ্রাণে ভরা
দেয় ভরিয়ে সুখ অফুরান
সাজে বসুন্ধরা।

শিশির জমে ঘাসের বুকে
দেয় ভিজিয়ে পা
দেখতে যদি আসো বন্ধু
আমার ছোট্ট গাঁ।

পূর্ববর্তী নিবন্ধজি-২০ সম্মেলনের প্রথমদিনে ইউক্রেন জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা
পরবর্তী নিবন্ধসোনালি ঋতু