সোনালি ঋতু

শাহিদা আয়শা | বুধবার , ১৬ নভেম্বর, ২০২২ at ৮:৩৩ পূর্বাহ্ণ

হেমন্তে কার্তিক অঘ্রাণের মাসে
সোনারঙা রোদ্দুর মিটিমিটি হাসে।
হেসে হেসে ডেকে বলে আয় ছুটে আয়
তুলতুলে সোনারোদ মাখাবি’রে গায়

হিমহিম কুয়াশায় শিশিরের ভোর
মুক্তোর হাসি যেনো খুলে দেয় দোর।
মিঠে রোদে চিকচিক তরুছায়া বন
ঝিলিমিল দীঘিজল কেড়ে নেয় মন।

মৃদু মৃদু বাতাসেতে ফসলের ঘ্রাণ
দেখে দেখে কৃষকের ভরে মনপ্রাণ।
আঙিনায় আঁটি আঁটি সোনারঙ ধান
ঘরে ঘরে বয়ে যায় খুশি অফুরান।

পূর্ববর্তী নিবন্ধহেমন্তের পরশ
পরবর্তী নিবন্ধএই ছেলেটা