এই ছেলেটা

আলমগীর কবির | বুধবার , ১৬ নভেম্বর, ২০২২ at ৮:৩৩ পূর্বাহ্ণ

সকাল দুপুর রোদের চিঠি আসে
এই ছেলেটা আকাশ ভালোবাসে।

হাত দুটোকে ডানা ভেবে ভাসে
এই ছেলেটা ফুলের মতো হাসে।

চপল হাওয়া রোজ দিয়ে যায় দোলা
মনের ঘরের জানালা তার খোলা।

এই ছেলেটার মন আলোতে ভরা,
তার ভুবনটা স্বপ্ন দিয়ে গড়া।

মাঠে বনে কুড়ায় খুশির পালক
এই ছেলেটা খুশিপুরের বালক।

মায়ের জন্য যা করে সে সুখে,
মা হৃদয়ে, দেশ আছে তার বুকে।

পূর্ববর্তী নিবন্ধসোনালি ঋতু
পরবর্তী নিবন্ধহেমন্ত