হিজরি নববর্ষ উদযাপন পরিষদের মতবিনিময়

| শনিবার , ২৩ জুলাই, ২০২২ at ৫:৩৯ পূর্বাহ্ণ

হিজরি নববর্ষ উদযাপন পরিষদ আগামী ৩১ জুলাই বর্ণাঢ্য আয়োজনে হিজরি নববর্ষ ১৪৪৪ বরণ করবে। এ উপলক্ষে এক মতবিনিময় সভা গত বুধবার নগরীর মোমিন রোডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ।
হিজরি নববর্ষ উদযাপন পরিষদের মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকীর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা রেজাউল করিম তালুকদার, আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মুহাম্মদ আলী হোসাইন, আ ব ম খোরশিদ আলম খান, সৈয়দ মুহাম্মদ আবু আজম, ডিআইএম জাহাঙ্গীর আলম, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ এনামুল হক, মুহাম্মদ জামাল উদ্দিন, সৈয়দ সালাহ উদ্দিন খোকন, মুহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরী, মুহাম্মদ মঈন উদ্দিন কাদেরী, মুহাম্মদ আমির হোসেন, মুহাম্মদ নুর রায়হান চৌধুরী প্রমুখ। এতে বক্তারা বলেন, বর্তমানে বস্তুগত উন্নতি ও প্রযুক্তিগত উৎকর্ষতা ঘটলেও মানুষের নৈতিক মানের ক্ষেত্রে অবনমন ঘটেছে। আর্থিক প্রাচুর্য সত্ত্বেও মানুষ খুব একটা শান্তিতে নেই। অর্থবিত্তে প্রকৃত সুখ ও শান্তি নেই। নৈতিক জীবনচারিতার মধ্যেই প্রকৃত সুখ ও শান্তি নিহিত। এজন্য ঘুণে ধরা অবক্ষয়পুষ্ট জীবনধারা বদলাতে শুদ্ধচারি মননশীল উজ্জীবনধর্মী সাংস্কৃতিক জাগরণ ঘটাতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিলেট ও সুনামগঞ্জে বন্যাদুর্গতদের পাশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন
পরবর্তী নিবন্ধ‘হেল্প’ মাদক নিরাময় কেন্দ্রে মাদকবিরোধী সম্মেলন