হিউম্যানিটি ইন্টার লিও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| শনিবার , ১৯ ডিসেম্বর, ২০২০ at ৬:৫২ অপরাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগং কসমোপলিটন ও লিও ক্লাব অব চিটাগং কসমোপলিটন এর উদ্যোগে লিও জেলা, ৩১৫-বি৪ এর লিও ক্লাবদের অংশগ্রহনে পলোগ্রাউন্ডে সম্পন্ন হয়েছে দু’দিন ব্যাপি হিউম্যানিটি ইন্টার লিও ফুটবল টুর্নামেন্ট। কসমোপলিটান লায়ন্স ক্লাবের সভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মো. হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মো. খোরশেদ আলম সুজন। টুর্নামেন্ট উদ্বোধন করেন লায়ন্স জেলার ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন শেখ শামসুদ্দীন আহমদ সিদ্দীকী, পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন অশেষ কুমার উকিল এমজেএফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) লায়ন আবু মোর্শেদ, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোসলেহ উদ্দীন অপু, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আশীষ ভট্টাচার্য এমজেএফ, লিও ক্লাবস চেয়ারম্যান লায়ন ডা. মেজবাহ উদ্দীন তুহিন, জোন চেয়ারপার্সন লায়ন শেখর দত্ত, প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন মামুনুর রশিদ, লায়ন আবুল খায়ের, লায়ন আবু তাহের, টুর্নামেন্ট কনভেনর ও কসমোপলিটন লায়ন ক্লাবের সহ-সভাপতি লায়ন এম.এইচ. শাহ বেলাল, উপদেষ্টা লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান, লায়ন ইব্রাহিম, কসমোপলিটন লিও ক্লাবের কো-অর্ডিনেটর লিও মো. নাঈম সারওয়ার জিতু, কসমোপলিটন লিও ক্লাবের সভাপতি লিও সামি, সচিব লিও অর্চি, বিভিন্ন ক্লাবের সভাপতি ও সদস্যবৃন্দ। ফাইনাল খেলায় লিও ক্লাব অব চিটাগং কসমোপলিটন দল ৩ -০ গোলে লিও ক্লাব অব চিটাগং অগ্রণী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলকে নগদ অর্থ ও ট্রফি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যবসা-বাণিজ্যকে আরও প্রতিযোগিতা সক্ষম করতে ১২ সুপারিশ
পরবর্তী নিবন্ধঈশা দুলাল ও দেলোয়ার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের তিনটি ম্যাচ সম্পন্ন