বংশী শিল্পকলা একাডেমির সংঙ্গীতায়োজন

| সোমবার , ২৭ মে, ২০২৪ at ৮:০৬ পূর্বাহ্ণ

বংশী শিল্পকলা একাডেমির বর্ষ সমাপনী পরীক্ষা২০২৩ এর সনদপত্র, পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা প্রদান অনুষ্ঠান গতকাল রোববার থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক দীপংকর দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. হরিশংকর জলদাস। প্রধান আলোচক ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ওয়াই ডব্লিও সি এ প্রাইমারি ও জুনিয়র গার্লস স্কুলের প্রধান শিক্ষক সীমা বাড়ৈ। পুনম রায়ের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বংশীবাদন করে নীলমনি শীল। দলীয় সংগীত পরিচালনা করেন সুস্মিতা দাশগুপ্তা, তুসী নন্দী, সৃষ্টি দে ও অপি চৌধুরী, নৃত্য পরিচালনা করেন মিতু বিশ্বাস, পিংকি দেবী। তবলা লাহড়া পরিচালনা করেন সুমন মজুমদার গিটার বাদন পরিচালনা করেন ফাহ্‌দ খান ও নয়ন দাশ। অনুষ্ঠানে তবলা সঙ্গত করেন সুমন মজুমদার ও প্রান্ত বড়ুয়া অক্টোপ্যাডে ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘জংলি’র সব গানে প্রিন্স মাহমুদ
পরবর্তী নিবন্ধ১ম বিভাগ দাবা লিগে মুক্তিযোদ্ধা সংসদ শীর্ষে