হামলাকারী যে দলেরই হোক, বিচার হবে : আইনমন্ত্রী

| সোমবার , ২৫ অক্টোবর, ২০২১ at ৬:৩৩ পূর্বাহ্ণ

দুর্গাপূজার মধ্যে হিন্দু সম্প্রদায়ের উপর হামলাকারী সরকার সমর্থক সংগঠনের হলেও বিচার এড়াতে পারবে না বলে আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ছাত্রলীগ বা অন্য লীগ বা অন্য দল, এসব না, যারা অপরাধ করবে, তাদেরই বিচার হবে। সে যে দলেরই হোক, যে গোষ্ঠীরই হোক, যে জাতিরই হোক। অপরাধী অপরাধীই, তার বিচার হবে। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গতকাল রোববার এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন আইনমন্ত্রী। খবর বিডিনিউজের। গত ১৩ অক্টোবর কুমিল্লার একটি পূজামণ্ডপে কুরআন অবমাননার অভিযোগ তুলে কয়েকটি মন্দিরে ভাংচুর, অগ্নিসংযোগ হয়। এরপর আরও কয়েকটি জেলায়ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়। এর মধ্যেই গত ১৭ অক্টোবর রাতে রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়, যার উসকানিদাতা হিসেবে রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার হয়েছেন। তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কারও করা হয়েছে। আইনমন্ত্রী বলেন, কেউ যদি ব্যক্তি স্বার্থে অন্যায় করে, তাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার ঘটনায় ২০ হাজারের বেশি মানুষকে আসামি করে শতাধিক মামলা হয়েছে। সেসব মামলায় প্রায় ৬০০ আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বিকেএমইএ পরিচালনা পর্ষদের প্রথম সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা