চট্টগ্রামে বিকেএমইএ পরিচালনা পর্ষদের প্রথম সভা

| সোমবার , ২৫ অক্টোবর, ২০২১ at ৬:৩২ পূর্বাহ্ণ

বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এঙপোর্টার্স এসোসিয়েশনের (বিকেএমইএ) পরিচালনা পর্ষদের প্রথম সভা গত ২৩ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ. কে. এম. সেলিম ওসমান এমপি। বিকেএমইএ চট্টগ্রাম কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় শুরুতে বিকেএমইএ সভাপতি সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, চট্টগ্রাম ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। তাই বিকেএমইএ ধারাবাহিক অগ্রযাত্রার অংশ হিসেবে রপ্তানি বাণিজ্যে সহায়তার লক্ষে ২০০৮ সালে চট্টগ্রামে অফিস স্থাপন করে। চট্টগ্রামের গুরুত্ব অনুধাবন করে বিকেএমইএ’র প্রথম সভাটি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়- বিকেএমইএ’র বর্তমান পরিচালনা পর্ষদের কর্মসূচির মধ্যে রয়েছে- সূতার মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে কাজ করা, নতুন বাজার সৃষ্টিতে বিদেশে বাংলাদেশের মিশন তথা সরকারি নীতি নির্ধারকদের সাথে কাজ করা, পণ্য পরিবহনে যানবাহন ভাড়া বৃদ্ধি ও কন্টেনারের ভাড়া হ্রাসে উদ্যোগ গ্রহণ ইত্যাদি। করা,করোনায় ক্ষতিগ্রস্ত তুলনামূলক ছোট গার্মেন্টস মালিকদের আর্থিক সহায়তার উদ্যোগ নেয়া, গার্মেন্টস মালিকদের দীর্ঘ মেয়াদে স্বল্প সুদে লোন পাওয়ার ক্ষেত্রে কাজ করা এবং গার্মেন্টস সেক্টর সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমসাময়িক সমস্যা নিরসনে কাজ করা। সভায় বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমেদ, সহ-সভাপতি যথাক্রমে ফজলে শামীম এহসান, অমল পোদ্দার, গাওহার সিরাজ জামিল, সহ-সভাপতি (অর্থ) মো. মোরশেদ সারোয়ার ( সোহেল), সহ-সভাপতি মো. আক্তার হোসেন, আশিকুর রহমান, পরিচালক আবু আহম্মেদ সিদ্দিক প্রমুখ। প্রেস বিঞ্জপ্তি

পূর্ববর্তী নিবন্ধসাবেক সাংসদ রফিকুল আনোয়ারের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধহামলাকারী যে দলেরই হোক, বিচার হবে : আইনমন্ত্রী