হজের কাজে শনিবার খোলা থাকছে ব্যাংক

| শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

সাপ্তাহিক ছুটির দিন আগামীকাল শনিবারও খোলা থাকবে হজ কাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক শাখা ও উপশাখা। ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে বৃহস্পতিবার ব্যাংকগুলোকে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হজ এজেন্সিগুলোর অর্থ লেনদেন, হজযাত্রীদের ডলার এনডোর্সমেন্ট ও আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা রাখতে ধর্ম মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছিল। খবর বিডিনিউজের।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়। ২৭ মার্চ অফিস সময়ের পরেও প্রয়োজনে প্রস্তুতকৃত ভাউচারের অর্থ পরিশোধের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে ব্যাংকগুলোকে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

পূর্ববর্তী নিবন্ধসরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা ১৫ রোজা পর্যন্ত
পরবর্তী নিবন্ধ১ হাজার ৪০২ কার্টন বিদেশি মদের চালান আটক