হও যে বড় ছেলে

সুজন সাজু | রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৯:০০ পূর্বাহ্ণ

দুঃখ কষ্ট সয়ে সয়ে যেই হয়েছো বড়ো,
এবার তবে শক্ত হাতে ঘরের হাল ধরো।
ঘরে আছে বোন ও ভাই
বাবার এখন শক্তিও নাই
ছোটরা যাবে স্কুলে, লেখাপড়ার দরকারও,
আজকে কারো কাশি হলে কালকে হয় জ্বর কারো।
মা যায় বিলে খুঁজতে পাতা
সন্ধ্যা হলেই কামড়ে মাথা
চাল আনলে তরকারি নেই পেঁয়াজ হলে নাই রসুন,
কী করিবে বুড়ো বাবা, মা বলে না যায় বসুন।
বাবার চোখেও কম দেখে
ঘুমোতে গেলে যম দেখে
তবু ছোটে সকাল হলে দুটো টাকার আশায়,
আশার তরী চলতে থাকে স্বপ্ন নদে ভাসায়।
বোনও এখন হচ্ছে বড়ো
বিয়ের জন্য আসছে ঘরও
হাল ধরিতে ছুট লাগালো ঘরের বড় ছেলে,
খেলাধুলা পড়ালেখা সব কিছু আজ ফেলে।
চেষ্টা করে সাধ্য মতো,
দায়িত্ব ঠিক বাধ্য মতো
বাবার কাজে সাহায্য করে যতটুকু পারে,
কাপড় চোপড় নিত্য দ্রব্যের অভাব যেন বাড়ে।
একটা যদি চাকরি মিলে,
চেষ্টা করে আপন দিলে।
দিনের পরে দিন চলে যায় মাসের পরে মাসও,
ঘুষ ছাড়া কাজ মিলে না যত থাকুক পাশও।
একটা বড়ো কারখানায়
কাজ জুটিল ভার টানায়
মাসের শেষে বেতন পেলে লাগায় ঘরের কাজে,
একটু সময় ব্যয় করে না কোন রকম বাজে।
ঘরের অভাব ধীরে ধীরে,
কমছে যেন সুখটা ফিরে,
ঘরের আলো ফুটছে ভালো বাবাও এখন হাসে,
আগে না আসলে স্বজন এখন তারাও আসে।
ভায়ের চাকরি বোনের বিয়ে
ভাবনা ও নাই ওসব নিয়ে
সব হয়েছে বিয়ে সাদি এবং নতুন ঘরও,
এবার এলো ভাগের বেলায় ভাইকে বলে সরো।
মায়ের মুখে বাবাও কয়
ভাই বড়’রা সবই সয়।
এটাও কম ওটাও কম কিচ্ছু হয়না কম পেলে,
কারণ হলো তুমি ঘরের হও যে বড় ছেলে।

পূর্ববর্তী নিবন্ধআপন আলো
পরবর্তী নিবন্ধকিছু কিছু মানুষকে যায় চেনা