কিছু কিছু মানুষকে যায় চেনা

রিফাত ফাতিমা তানসি | রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৯:০০ পূর্বাহ্ণ

কিছু কিছু মানুষকে যায় চেনা নিপীড়িত সময়ের বেড়াজালে;
কিছু কিছু মানুষকে যায় চেনা অলংকৃত শান্তির আবডালে।
কিছু কিছু মানুষকে যায় চেনা আত্ম বন্দীত্বের রণাঙ্গনে;
কিছু কিছু মানুষকে যায় চেনা শান্ত নিগূঢ় আলিঙ্গনে।

কিছু কিছু মানুষকে যায় চেনা জাগ্রত স্বপ্নের ক্যানভাসে;
কিছু কিছু মানুষকে যায় চেনা বিক্ষত হৃদয়ের ক্যাকটাসে।
কিছু কিছু মানুষকে যায় চেনা আদুরে স্মৃতিময় কার্নিসে;
কিছু কিছু মানুষকে যায় চেনা দুরন্ত কল্পনার ভার্নিসে।

কিছু কিছু মানুষকে যায় চেনা কটকটে স্বার্থের নোনাজলে;
কিছু কিছু মানুষকে যায় চেনা অদেখা-অচেনার মায়াছলে।
কিছু কিছু মানুষকে যায় চেনা রাঙাফুল ভালোবাসার শিরোনামে;
কিছু কিছু মানুষকে যায় চেনা ফুরফুরে নীলচিঠির অজ্ঞাতনামে।

পূর্ববর্তী নিবন্ধহও যে বড় ছেলে
পরবর্তী নিবন্ধঅনন্ত জীবন