দিশেহারা জীবন

নাহিদ সুলতানা | রবিবার , ৪ জুলাই, ২০২১ at ৭:৪৩ পূর্বাহ্ণ

ব্যথাতুর হৃদয় ফিরে পেতে চায় সোনালি অতীত
আহা! কত শত আনন্দের বিহ্বলতায় যে কাটতো সময়!
তোমার রোকা পেয়ে আনচান হতো বেপথু মন
খোঁপায় কদম গুঁজে দিয়ে বৃষ্টিবিলাসে হৃদয় ভিজে হতো একাকার
আচমকা স্মৃতির কৌটার মুখ বন্ধ হয়ে আসছে নীরবে
ঘোর অমানিশায় তলিয়ে যাচ্ছে যাপিত জীবন
ব্যথার নূপুর পায়ে দিয়ে অভিমানী জোছনা গেল লুকিয়ে
ক্ষয়িষ্ণু আলো হারিয়ে তারাগুলো গেল নির্বাসনে
আকাশে বসেছে মাহফিল দাপুটে মেঘমালার
লণ্ডভণ্ড করে দিলো জগৎ সংসার
উদব্যস্ত সময় নষ্ট পরাগ নিয়ে উড়ে চলেছে
অশুভ ঘূর্ণিতে দিশেহারা জীবনটা রৌরবে চৌচির
পাখা ভাঙা বাতাসের আর্তনাদ হাড়ে গিয়ে বাজে।

পূর্ববর্তী নিবন্ধলাশের গাড়ি
পরবর্তী নিবন্ধআমার কবিতা ভাবনা