সাঁওতালি সন্ধ্যা

মৃন্ময়ী মৃম | রবিবার , ৪ জুলাই, ২০২১ at ৭:৩৯ পূর্বাহ্ণ

আজও নামে সাঁওতালি সন্ধ্যা
বটের ঝুরিতে বাঁধে ইচ্ছাপূরণ গিঁট,
ক্ষয়ে যাওয়া প্রদীপের শিখা অম্লান করে দেয়
প্রাণের পরশে গাঁথা বাউল গানের সুর।

সাথী হারা পাখি ডেকে ডেকে ভেঙে দেয় নিশীথের ঘুম,
কালপুরুষের হাতে যেন
মাথা কুটে মরে অজানা তারার মিলনের আকুতি।

মরা নদীতে চাঁদের রূপ তবুও দেয় প্রণয়ের ডাক—
যদি নদী হয় আবারও যুবতী!

কে যেন বাঁধে সময়ের বাঁশির সুর বিনিদ্র রাতে
প্রতীক্ষায় জেগে থাকে উদাম জোছনার স্নানে;
ভৈরবী তানে আসে যদি ক্লান্ত বিহগী
কোন কাঞ্চন প্রাতে,
বন্ধ্যা সময় পোয়াতি হবে তবে রাত্রির হাতে।

পূর্ববর্তী নিবন্ধকরোনাও স্মৃতি হবে
পরবর্তী নিবন্ধইচ্ছেহীন কর্মে দৌড়াচ্ছি