স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট শিক্ষার্থী তৈরি করতে হবে : নওফেল

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

| সোমবার , ২০ মার্চ, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ সামসুল আলমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় গত ১৮ মার্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র এম. রেজাউল করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব এম. আশরাফুল আলম। বক্তব্য রাখেন মোহাম্মদ মনজুর হোসাইন, ইঞ্জিনিয়ার সেলিম উল্লাহ, মোহাম্মদ আবুল কালাম, হুমায়ুন কবির, সৈয়দ কাবেদুর রহমান কচি, সেলিনা পারভীন, মোহাম্মদ আলমগীর, তুষার কান্তি মল্লিক, আব্দুল মাবুদ প্রমুখ। প্রধান অতিথি বলেন, সরকার গুণগত শিক্ষার মানোন্নয়নে আন্তরিক ভূমিকা রাখছে। তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট শিক্ষার্থী তৈরিতে শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখার আহবান জানান। শিক্ষা উপমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের নেতৃত্ব প্রদানের আহবান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। তাদের মাধ্যমেই আধুনিক বিজ্ঞানমনস্ক সমাজ তৈরি করতে হবে। ডিজিটাল বাংলাদেশের স্লোগানকে বাস্তবে রূপ দিয়ে প্রধানমন্ত্রী এখন স্মার্ট বাংলাদেশের লক্ষ্য নির্ধারণ করেছেন। এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তোমরা যারা আজকে শিক্ষার্থী, তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে অগ্নিকাণ্ড পুড়েছে ৪ বসতবাড়ি
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের সেমিনার