মহেশখালীতে অগ্নিকাণ্ড পুড়েছে ৪ বসতবাড়ি

মহেশখালী প্রতিনিধি | সোমবার , ২০ মার্চ, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

মহেশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ বসতবাড়ি পুড়ে গেছে। গতকাল রোববার ভোরে উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের আঁধাঘোনা গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী মো. রিদোয়ান মাতব্বর জানান, গতকাল রোববার ভোর রাত ৩ টার দিকে ওই গ্রামের রাজা মিয়ার পুত্র আহমদ উল্লাহর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। আগুন মুহুর্তের মধ্যে পার্শ্ববর্তী তার অপর দুই ভাই সৈয়দ নূর ও হোছন আলীর বসতঘর এবং তাদের চাচা সিকদার মিয়ার পুত্র রফিক উদ্দিন রফুর ঘরে ছড়িয়ে পড়ে। এতে ৪টি বসত বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। বসত বাড়িগুলোতে নগদ ৭ লক্ষ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান আসবাবপত্র পুড়ে আনুমানিক ৮০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. শরীফ বাদশা, কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ অগ্নি দুর্গত বাড়িতে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন বলে যায়।

পূর্ববর্তী নিবন্ধরোটারির নবনির্বাচিত গভর্নরকে লায়ন বাবুলের শুভেচ্ছা
পরবর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট শিক্ষার্থী তৈরি করতে হবে : নওফেল