স্মারকগ্রন্থের পাঠ উন্মোচন ও স্মরণসভা

‘স্মৃতিতে অক্ষরে আলীশাহ্‌’

| শুক্রবার , ১৪ অক্টোবর, ২০২২ at ৯:৩৪ পূর্বাহ্ণ

কবি ও নাট্যজন মুহাম্মদ আলীশাহ’র স্মরণে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘স্মৃতিতে অক্ষরে আলীশাহ্‌’ এর পাঠ উন্মোচন ও স্মরণসভা গত ১১ অক্টোবর কবি-সাংবাদিক রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, আলীশাহ্‌ বেঁচে থাকলে বাংলা সাহিত্য তাঁর অসাধারণ লেখনীতে আরো সমৃদ্ধ হতো। কবি সৈয়দা সেলিমা আক্তারের সঞ্চালনায় এতে স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা শাহ আলম নিপু, সাংবাদিক সমরেশ বৈদ্য, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, কবি শারদ মাযহার, কবি সৈয়দা ডালিয়া, লায়ন রাজীব সিংহ, শ্যামাপ্রসাদ চক্রবর্তী, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু প্রমুখ। আলী শাহ্‌কে নিবেদিত কবিতা আবৃত্তি করেন সোমা মুৎসুদ্দী, মো.হামিদ, শিপ্রা দাশ, জোনাকি দত্ত ও লিপি বড়ুয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি কায়সার ইকবাল, কস্তুরী সিংহ, নেছার আহমদ, মাহবুবা চৌধুরী, জসিম উদ্দিন খান, রাশেদ শরীফ, মহিউদ্দিন, পলাশ ভট্টাচার্য, রিপন সাহা, সাহানা রুবা, ফজলে খোদা, মাহবুব রহমান, মীর মোহাম্মদ মর্তুজা, মীর মোহাম্মদ আবদুল্লাহ ফয়সাল, ফরিদুল ইসলাম, জয়নুল আবেদিন, আবুল হাসনাত, সাগর, আরাফাত আমিন, শুভাশিস দত্ত, কল্পতরু ভট্টাচার্য, বেলাল, মোহাম্মদ শাহজাহান, মইন পারভেজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম চক্ষু হাসপাতালে বিশ্ব দৃষ্টি দিবসের র‌্যালি
পরবর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৬১ জন আক্রান্ত তেরশ ছাড়াল