স্বাধীনতা মানে

অপু চৌধুরী | বুধবার , ২০ মার্চ, ২০২৪ at ৫:২২ পূর্বাহ্ণ

স্বাধীনতা শুধু মুক্ত আকাশে

ওড়ে বেড়ানোর গান না

পরাধীনতার শেকল ভাঙার

অসম সাহসী কান্না।

স্বাধীনতা মানে নিজ ঘরে থেকে

পরের শাসনে থাকা না

নিজ অধিকার শক্ত রাখার

শত্রু বিনাশী বাঁক আনা।

স্বাধীনতা মানে বাঙালিরা জানে

হারানোর কী যে যন্ত্রণা

মৃত্যু জেনেও যুদ্ধে যাওয়া;

ভুত তাড়ানোর মন্ত্র না।

স্বাধীনতা মানে শেকড়ের টানে

ভয়ে ভয়ে থাকা রাতও না,

উঁচু করে শির উড়িয়ে আবীর

দূর করে দেওয়া যাতনা।

পূর্ববর্তী নিবন্ধবিজয়ের কথা
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা