মুক্তিযোদ্ধা

বিপুল বড়ুয়া | বুধবার , ২০ মার্চ, ২০২৪ at ৫:২২ পূর্বাহ্ণ

আগুন ভাটি চোখ দুটো তার কোন আগুনে জ্বলে

স্বাধীনতা খুঁজে ফেরে দু’পায়ে সুখ দলে

দুমড়ানো ক্যাপ মাথায় বসা

পুরনো জামা ময়লা ঘষা

রোদেপুড়ে বৃষ্টি ভেজে অস্ত্র হাতে ছোটে

খাওয়াদাওয়াঘুমবিশ্রাম কিচ্ছুটি তার জোটে?

বাবামার ভাইয়ের আদর সেই এসেছে ফেলে

বোনের ্লেহ হারিয়ে গেছে দূর সময়ের রেলে

ডাইনেবাঁয়ে কোথায় ফেরা

জীবন মধুর স্বপ্ন ঘেরা

পাকিস্তানের কব্জা থেকে ছিনবো স্বাধীনতা

গাইবে পাখিছুটবে নদীঝুলবে মাচায় লতা।

অবাক চোখে সবাই দেখে মুক্তিসেনা এরা

খুব বেঁধেছেভয় তাড়িয়ে মৃত্যু গুহায় ডেরা

জেতার লড়াইলড়ছে সবে

জয় তাদের হবেই হবে

পাক সেনাদের ঠিক হারিয়ে ফিরলো তারা ঘরে

স্বাধীন দেশের মধুর ছবি অন্তরে অন্তরে।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা মানে
পরবর্তী নিবন্ধযুদ্ধ জয়ের হাসি