নক্সী কাঁথার ফুলে ফুলে

কাসেম আলী রানা | বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

পাতার উপর খাতা রাখো

কাঁথার উপর মাথা,

পাটির উপর বাটি রাখো

বৃষ্টির উপর ছাতা।

নক্সী কাঁথার ফুলে ফুলে

প্রজাপ্রতির বাসা,

কাঁচা আমের মিষ্টিঝালে

ভর্তা খেতে খাসা।

হাঁড়ি ভাঙ্গা গরম রোদে

ঝাপাঝাপি জলে,

ঝড় বৃষ্টিতে ঝরে পড়ে

কাঁচা পাকা ফলে।

পূর্ববর্তী নিবন্ধখোকার বায়না
পরবর্তী নিবন্ধবৈশাখী আবাহনে