স্বপ্ন

পূর্বাশা বড়ুয়া (৩২,১০৭) | বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ১০:৫৮ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর সোনার বাংলা
ফুল-ফসলে ভরা,
লাল-সবুজের দেশটা যে ভাই
দারুণ মনোহরা।

পাখির গানে, ফুলের ঘ্রাণে
মন যে উড়ু উড়ু,
ইচ্ছে করে বনবাদাড়ে
যাত্রা করি শুরু।

কী যে করি, কীভাবে করি
মা যে আছে ঘরে,
মনের স্বপ্ন মনেই আঁকি
স্বপ্ন থাকে পড়ে।

বড় হয়ে মানুষ হবো
গড়ব বাংলা সোনার,
এখন শুধু অপেক্ষাতে
সময়টা দিন গোনার।

পূর্ববর্তী নিবন্ধপৃথিবীর ঋতু
পরবর্তী নিবন্ধড্রাগন ট্রায়াঙ্গল