সীতাকুণ্ডে মাতৃভূমির ২৫ পথশিশু নিয়ে আলো সিঁড়ি বিদ্যানিকেতন

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ৪ মে, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

মুছে দিয়ে পথশিশু, লিখতে চাই শুধু শিশু’ এই শ্লোগানে মাতৃভূমি সামাজিক সংগঠনের পরিচালনায় পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিশু বিদ্যানিকেতনের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে ২৫জন পথশিশু শিক্ষার্থী ভর্তি হয়েছে। নতুন টেবিলে পড়ালেখা করতে পেরে শিশুরা খুশিতে আত্মহারা। প্রতিদিন সকালে পথশিশু যথাসময়ে ক্লাশে এসে উপস্থিত হচ্ছে।

গত বৃহস্পতিবার মাতৃভূমি সামাজিক সংগঠনের কার্যালয়ে আলো সিঁড়ি শিশু বিদ্যানিকেতনের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন মুহাম্মদ খালেদ মোশাররফ। মানস নন্দীর সভাপতিত্বে মো. সাইফুর রহমান শাকিলের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এম হেদায়েত, মো. সাইফুল ইসলাম রুবেল। অতিথি ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. সোলায়মান খান, সমাজসেবক মির্জা মোহাম্মদ মোরশেদ, ইঞ্জিনিয়ার আবু জাফর, শিক্ষক অরূপ দাশ, শিক্ষক সুমন চক্রবর্তী ও সদস্য রাজু নন্দী।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে রিমান্ড শেষে ১৬ জন ফের কারাগারে
পরবর্তী নিবন্ধরাবিপ্রবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষায় উপস্থিতি ৭২ শতাংশ